ADVERTISEMENT
এসো ভাই চলো যাই
হাতে হাত রেখে,
মনের যত ভালবাসা
অনুরাগ মেখে।
বুকে বুকে বুক মিলে
চলি মিলেমিশে,
কাজ করি একসাথে
দেশকে ভালবেসে।
নেইকো জাতের ভেদ
আদমের জাত,
কওমী আর আলীয়া
কিসের তফাত?
হিন্দু মুসলিম খ্রিস্টান
যত ধর্ম মতবাদ,
সাদা কালোর মাঝেও
কিসের বিবাদ?
সবার শরীরে দেখো
লাল খুন বয়ে,
মিলেমিশে থাকি সবে
ভাই ভাই হয়ে।
চল কাঁধে কাঁধ মিলিয়ে
ভ্রাতৃত্বের রব তুলি,
মায়া মমতায় জড়িয়ে
হিংসা বিভেদ ভুলি।
ADVERTISEMENT
ADVERTISEMENT
Discussion about this post